- 0
- 0
লিখে দাও, প্রেম লয়ে প্রাণে
কথা বলে অনেক কথা,হাসে তবে ভিড়-ভীড়,
নিজেকে সে পন্ডিত ভাবে করে কেমন কিড়-মিড়,
জানে না সে এমন কিছু বলা তবে মুশকিল,
খেতে শুতে সকল সময় করে কেমন বকিল।
সোনামুখি, সোহাগিনী থাকে মুখে লেগে,
আদর করে কাছে টেনে পাঠায় তারে স্বর্গে, রূপসিন্ধু,
রূপের মাঝে সর্বদা সে খেলায়,
মনের সুখে ভালোবেসে সর্বদা সে হাসায়।
উদার আকাশ, সিন্ধুর জলে সর্বদা সে উচ্ছল,
দিগন্ত ঐ নীল সীমায় পড়ছে তবে কাজল,
অঙ্গে-অঙ্গে সুধার ধারায়- খুঁজে তবে তীর্থ ছায়ায়।
অন্তরেতে প্রেম দিয়া কেবলি সে ঘুমায়,
জাগো জাগো নির্ভরতায়, কী দারুণ ভালোবাসায়!
আসতে কাছে সেও তবে চায়।
একদিন লিখে দাও, প্রেম লয়ে প্রাণে,
কাছে আসিবে, কাছে আসিবে তোমারি কল্যাণে।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0
- 0
- 0