- 0
- 0
দেশের ৪৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে পিরোজপুর

পিরোজপুরে স্থাপন করা হচ্ছে দেশের ৪৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। জাতির পিতার নামানুসারে এটির নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার (১১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 'শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরােজপুর আইন, ২০২০'এর খসড়ার নীতিগত অনুমােদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এখানে পিরোজপুরকে কনসিডার করা হয়েছে কারণ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে, সব ইন অ্যাডভান্স জায়গাগুলোতে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান করা হবে। সেটা শিক্ষা বা অন্য যেকোনো প্রতিষ্ঠান। তারই প্রেক্ষিতে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
এই আইনটিতে মোট ৫৫টি ধারা রয়েছে বলে জানান সচিব। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অন্য যে আইন রয়েছে তার সব কটি এই আইনটির মধ্যে রয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব জানান, প্রাথমিকভাবে একটা নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এটা আইন মন্ত্রণালয়ে যাবে। তারপর আবার ক্যাবিনেটে আসবে।