- 0
- 0
সেচ্ছায় সেক্স নাকি ধর্ষণ ? কোনটা বলবেন?

আনুশকা ধর্ষণ-হত্যা নিয়ে একেকজনের প্রোফাইলে,গ্রুপে ,পেজে একেক মতামত দেখে ভাবলাম আমিও কিছু বলি।
কেউ দিহানের পক্ষ নিয়ে লিখছেন আবার কেউবা আনুশকার পক্ষ নিয়ে,কেউ আবার দিহানের পরিবার নিয়ে।
নিউজ পোর্টালগুলোর কমেন্ট বক্সে দেখলেই খুব ভালোভাবে উপলব্ধি করা যায় অধিকাংশই সেক্স আর ধর্ষনের পার্থক্য বুঝে না,বুঝলে তারা দুটো বিষয়কে গুলিয়ে ফেলতো না।
১. সেক্স বা যৌনসঙ্গম কি?
উঃসেক্স বা যৌনসঙ্গম হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া। যা দ্বারা মূলত যৌনআনন্দ বা প্রজনন বা উভয় ক্রিয়ার জন্য একজন পুরুষের গোপনাঙ্গ একজন নারীর যোনিপথে অনুপ্রবেশ করানো ও সঞ্চালনা করাকে বোঝায়।
২. রেপ বা ধর্ষণ কি?
উঃএটি এক ধরনের যৌন আক্রমণ। সাধারণত, একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সঙ্গে যৌনসঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বলপ্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে।
এই দুটো টপিক পড়লে আপনি সহজেই সেচ্ছায় সেক্স আর রেপের পার্থক্য বুঝতে পারবেন,আরো বিস্তারিত জানার জন্য গুগোল তো আছেই!
এখনো কি আপনি এটাকে সেচ্ছায় সেক্স/ রুমডেট বলবেন নাকি ধর্ষণ?