- 0
- 0
পাইকগাছা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার
আসন্ন পাইকগাছা পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনি। রবিবার (১০ জানুয়ারী) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে রীতিমত সকলকে চমকে দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ জানান, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর ও সিপিবি'র প্রার্থী এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডলসহ কাউন্সিলর পদে ৪৫ প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।