- 0
- 0
মিঠাপুকুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

রংপুরের মিঠাপুকুরে পৃথক ভাবে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
আজ রবিবার (১০ জানুয়ারী) দুপুরে স্থানীয় বেগম রোকেয়া অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে আলোচনা করেন এইচএন আশিকুর রহমান এমপি, রেডক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিট এর সহ-সভাপতি রেহানা আশিকুর রহমান, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন।
এরপর বিকালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশারত আলী দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার জেসমিন, ময়েনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মন্ডল, লতিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামীলীগ নেতা আক্তারুল ইসলাম, পাপুল, আব্দুল লতিফ খান, রিপন মাস্টার, জুলফিকার আলী সামদানী, সাবেক ছাত্র নেতা সাদেকুর রহমান আপেল প্রমুখ।