- 0
- 0
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মোল্লা সুমনের মায়ের ইন্তেকাল

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের মা মোছাঃ আসিয়া (৬৭) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি কিডনি রোগ ও করোনা উপসর্গে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, এবং আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।