- 0
- 0
রংপুরে প্রথমবার মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেটের শুভ উদ্ভোধন

রংপুরে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ শুভ উদ্ভোধন হলো মুজিববর্ষ উপলক্ষে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা ও সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার, আবদুল ওহাব ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন,সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দেবদাস ভট্রাচার্জ রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোকমিশনার আবদুল আলীম মাহমুদ,রংপুর,আসিব আহসান জেলা প্রশাসক রংপুর, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদকীয় এডভোকেট রাজুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এতে রংপুর জেলা প্রশাসনের একটি ও সিটি করপোরেশনের সাতটি দল অংশগ্রহণ করছে। এসময় বক্তারা বলেন, রংপুরের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করবে এই টুর্নামেন্ট