- 0
- 0
বাজি ধরে অর্ধেক গোঁফ কর্তন

সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে ভারত। সেই টেস্টে রোহিত শর্মাকেনিয়ে এক ব্যক্তি বাজি ধরেছিল। বাজিতে হেরে অর্ধেক গোঁফ কেটে ফেলতে হয়েছে ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা অজয়কে।
এই বিষয়ে অজয় জানান যে, যদি রোহিত ৩০ বলের বেশি ক্রিজে থাকতে পারে তাহলে সে তার অর্ধেক গোঁফ কেটে ফেলবে। এমনই একটা বাজি ধরে টুইটারে টুইট করে অজয়।
সেই টেস্টের প্রথম ইনিংসে ৭৭ বল খেলে রোহিত ২৬ রান তুলে নেন। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী অজয় তার অর্ধেক গোঁফ কেটে ফেলেন। আর সেই অর্ধেক গোঁফওয়ালা ছবি টুইটারে পোস্টও করে অজয়। তার এই কান্ডে টুইটারে সবাই বেশ মজা পেয়েছেন।