- 0
- 0
রোহিঙ্গা ক্যাম্পে ঘন্টাব্যাপী গোলাগুলি: নিহত ১, আহত ২৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ গোলাগুলিতে একজনের মৃত্যু। আহত হয়েছেন ২৩ জন।
ক্যাম্পটির তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটে।
রোববার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হোয়াইক্যাং চাকমার পুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মনির হোসেন।
তিনি জানান, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ক্যাম্পে কার দাপট বেশি থাকবে, কে নেতা হবেন এই নিয়ে বিরোধের সৃষ্টি হয়৷
আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে নেয়া হয়েছে।