- 0
- 0
উলিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উত্তর আমেরিকায় অবস্থিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ শিক্ষার্থীদের সংগঠন জিসকা’র (তঊঝঈঅ) আর্থিক সহযোগীতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও ধামশ্রেনীতে ৩শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলার ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বজরা এলকে আমীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান বুলবুল, ধামশ্রেনীর বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান বাচ্চু, শিক্ষক সৈয়দ আহমেদ ফারুক বাতেন, শহিদুর রহমান প্রমুখ।