- 0
- 0
বাংলার প্রান,ফসলের ঘ্রাণ !

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সাড়া বছরই বাংলার মাঠে কোন না কোন ফসলের সমাহার থাকে। চলতি রবি মৌসুমেও সাড়া বাংলার মত মাগুরার বিভিন্ন একাকায় রবি ফসলের প্রচুর আবাদ হয়েছে। সরিষার হলুদ ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ।
দিগন্ত বিস্তৃত হলুদ ফসলের খেত শুধু ফসলের জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্ষ্যের এক অপরূপ আধার যার সামনে দাঁড়ালে যন্ত্রণাকাতর মানুষ কিছুক্ষণের জন্য যাতনা ভুলে যায়।
মাগুরার বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পরিমাণ সরিষার চাষ হওয়ায় এবার সরিষার মধু উৎপাদনেও বিপুল সম্ভাবনা দেখছেন মাগুরা মধু চাষিরা।