- 0
- 0
নৌকার প্রার্থীকে সমর্থন জানালেন বীর মুক্তিযোদ্ধা শহীদ

আওয়ামী লীগের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আসন্ন টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র শহীদুর রহমান শহিদ।
শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে তার সাথে আলাপকালে আই নিউজ বিডির এই প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও দলের নেতাকর্মীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে দলের সিদ্ধান্ত মেনেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি না এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তারকে সমর্থন জানাচ্ছি।
এ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত সংবাদ
- 1
- 0