- 0
- 0
ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু!

নওগাঁর সাপাহার উপজেলায় ছেলের লাঠির আঘাতে সাহানা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সাপাহার থানার ওসি তারেকুর রহমান।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার উত্তর মানিকুড়া গ্রামে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে আরিফ তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাহানার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0