জাহাঙ্গীর আলম কবীর
Posted at 08/01/2021 07:57:pm
অপেক্ষা
জাহাঙ্গীর আলম কবীর
তোমার আমার স্বপ্ন না হয় আরো কিছু পথ হেঁটে গেলো
বাসা বাধুক বাজপাখির নষ্ট আঁধারে;
নিষ্প্রদীপ হোক সমাহিত সকাল।
এতোটা সময় পার হয়ে গেলে দেখা হবে মুখোমুখি
হয়তো দেখা হবার জন্যেই আমরা আজো আছি।