- 0
- 0
মঠবাড়িয়ায় কম্বল বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিরাপদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুণ্ডু্। বিশেষ অতিথি ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ। এ সময় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মেহেদী হাসান, ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক আবুল কালাম আজাদ, শুভানুধ্যায়ী বিদ্যুৎ সাওজাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, জামান আবীর, ইসরাত জাহান মমতাজ, মোস্তফা কামাল বুলেট, এজাজ চৌধুরী, নাসির উদ্দিন, মোঃ নোমান, মোঃ রুম্মান হাওলাদার, শুভানুধ্যায়ী শাহ আলম, আর এম মুন্না ডাঃ তপন, পংকজ মিত্র, বিজয় হালদার, মেহেদী হাসান, পলাশ মিত্র, মেহেদী আল হাসান প্রমুখ।
সংগঠনের সমন্বায়ক শিবাজী মজুমদার শিবু উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সংগঠনের সার্বিক উন্নতির জন্য সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ কামরুল হাসান লিটন জানান, মঠবাড়িয়া উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মানবিক সহযোগিতার লক্ষ্যে নিরাপদ সংগঠন সাধ্যমত কাজ করে যাবে। শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কর্মসূচিতে যারা সময় শ্রম মেধা অর্থ দান করছেন সকলের প্রতি নিরাপদ পরিবার ও তার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0