- 0
- 0
আশাশুনির বুধহাটায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের হারুন সরদারের পুত্র লাভলু সরদার ২ বছর বেউলা পশ্চিম বিলে (চিলারডাঙ্গী) মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। বুধবার রাতে কে বা কারা ঘেরে বিষ প্রয়োগ করলে মাছ মরতে শুরু করে।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারী) ভোরে পাশের ঘের মালিক মিজানুর রহমান শেখ ঘেরের মাছ লাফাতে দেখে তাকে খবর দিলে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পারেন। দ্রুত ঘেরে জাল ফেলে মাছ ধরা হয়।
এসময় রুই, কাতলা, মৃগেল, গ্লাস কার্প, ট্যাবলেটসহ বিভিন্ন প্রাতির ১৫/২০ মন মাছ মারা যায়। এতে তার দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।