- 0
- 0
বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবী, বাঘারপাড়ায় বিএনপির মানবন্ধন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এ মানবন্ধন কর্মসূচীত উপস্থিত ছিলেন বাঘারপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক-১ শামছুর রহমান, যুগ্ম আহবায়ক-২ সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান ও বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা সহ বিএনপির ইউনিয়ন কমিটি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।
মানবন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং দ্রব্য মূল্য সহনীয় রাখার ক্ষেত্রে ব্যর্থতার দায়ে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবী করেন।