- 0
- 0
জেলা শিল্পকলা একাডেমিতে কম্বল বিতরণ

উত্তরের ঘন কুয়াশায় জনজীবন যখন একেবারে ঠান্ডায় কাতর ঠিক সেই সময়ে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার এডিসি জেনারেল মোঃ হাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাংস্কৃতিক ব্যক্তি মানিক ও এনজিও ব্যক্তিত্ব সহ সাংস্কৃতি ও রাজনৈতিককর্মী বৃন্দ।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু বলেন, শিল্পকলা একাডেমি জেলার সকল সাংস্কৃতিক কর্মকান্ড সহ বরাবর সামাজিক ও মানবিক কাজ করে থাকে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস শুরু হয়েছে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনসচেতনতায় বিভিন্ন অনুষ্ঠান করেছে, কুড়িগ্রাম জেলার বিভিন্ন মোড়ে মাস্ক বিতরণ করেছে শিল্পকলা একাডেমি কুড়িগ্রাম, তারই ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলো।