- 0
- 0
রংপুর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৭ ফেব্রুয়ারি
আগামী ৭ ফেব্রয়ারী রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফশিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
তিনি বলেন, গঠনতন্ত্রের নিয়ম আনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে ১৩ টি পদে আগামী ৭ ফেব্রয়ারী রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান তসলিম উদ্দিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আজাদ মিয়া, রফিকুল ইসলাম রানা। পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী নির্বাচনী তফশিল শ্রমিক নেতা এমএ মজিদ, আনোয়ারুল ইসলাম রাজা সহ অন্যান্য শ্রমিদের মাঝে বিতরণ করেন।