• 0
  • 0
Rakib Monasib
Posted at 07/01/2021 12:14:pm

নতুন বছরে ভিন্ন রূপে রুক্মিণী

নতুন বছরে ভিন্ন রূপে রুক্মিণী

পুরনো বছর তাকে সুইজারল্যান্ড এর সাফল্য এনে দিয়েছিল। করোনাকালেও মানুষ হলে গিয়ে সুইজারল্যান্ড দেখেছেন। আবীর আর রুক্মিণীর জুটি জিতে নিয়েছিল দর্শকদের মন। তবে এবার, নতুন বছরে একেবারে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করলেন রুক্মিণী মৈত্র। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে বিজ্ঞাপনের কাজ করলেন সম্প্রতি। আনন্দবাজার পত্রিকাকে তিনি জানালেন, টোনিদার সঙ্গে কাজ করা একটা ভিন্ন অভিজ্ঞতা। বিজ্ঞাপনের কাজ করেছি, কলকাতাতেই শুট হয়েছে। খুব দ্রুতই দেখতে পাওয়া যাবে।

এর আগে দেব-রুক্মিণী একসঙ্গে একটি বিজ্ঞাপনের কাজ করেছিলেন। তবে এই বিজ্ঞাপনে রুক্মিণী একাই। দিন কয়েক আগেই দেবের গোলন্দাজ এর শুটিংয়ে গিয়ে চমকে দিয়েছিলেন রুক্মিণী। বড়দিনে যখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব, তখন দেবের জন্মদিনে চমক আনতে, রুক্মিণী পৌঁছে গিয়েছিলেন দশঘরায় শুটিং সেটে। একসঙ্গে কেক কেটেছিলেন দুজনে। জন্মদিনে দেবের জন্য উইশ করে লিখেছিলেন, বছরগুলো বয়সে যত খুশি জুড়তে পারে। তবে গোঁফটা কিন্তু বাদ দিতেই হবে এবার। শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ