- 0
- 0
শ্রমিক লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

জাতীয় পাটকল শ্রমিক লীগ সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার মোতাহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার (৬ জানুয়ারি) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই বীর মুক্তিযোদ্ধা সবসময় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারকে শক্ত হওয়ার আহ্বান জানান। এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে খুলনার খালিশপুর কোহিনূর মোড়ের বাসস্থানে তিনি মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানা গেছে, সরদার মোতাহার উদ্দিন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে নাস্তার জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পান। গতকাল বাদ আসর খালিশপুর প্লাটিনাম জুট মিল কলোনি ফুটবল মাঠে জানাজা শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।