- 0
- 0
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাটখিলের মেয়র মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার মেয়র পদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী। আজ বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১.৫০টা মিনিটে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
আগামী ১৪ ফেব্রুয়ারি হতে যাওয়া এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি গত রবিবার (৩ জানুয়ারি) থেকে শুরু করে আওয়ামী লীগ। চলতি মাসের জানুয়ারি ১০ তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
আজ বুধবার ধানমন্ডির বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয়, থানা ও জেলা নেতাকর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন কিনলেন চাটখিল পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ উল্যা। এর পূর্বে গতকাল মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন চাটখিল কলেজের সাবেক ভি.পি নাজমুল হুদা শাকিল।
এ নিয়ে আসন্ন চাটখিল পৌরসভার নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে ২ জন প্রার্থী আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0