মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ৯৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
টানা তিনবার ক্ষমতার বাইরে থাকার কারণে বর্তমানে এক কঠিন সংকটের মুখোমুখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ও দ্বি-দলীয় ধারার বিপরীতে বাম বিকল্প শক্তির উত্থানের মধ্য দিয়ে পল্টন বোমা হত্যাকাণ্ডের শহিদদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করা
বিএনপি আগেভাগে করোনা টিকা নিতে চাইলে, স্বাস্থ্যমন্ত্রী কে সে বিষয়ে অনুরোধ জানিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তথ্য মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান
করোনার টিকা নিয়ে বিএনপি নেতারা অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা টিকা আসছে। এটা ভিআইপিরা অগ্রাধিকার ভিত্তিতে পাবে না।
শিগগিরই করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মানুষ ও প্রাণীর খাদ্যে ব্যবহৃত লবণ উৎপাদনে আয়োডিন যুক্ত করার বাধ্যবাধকতার বিধান রেখে সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ তোলা হয়েছে।
ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে আসবে।
প্রথম পর্যায়ে করোনার সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে দেয়া হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান
দেশের প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয়গুলোকে গুচ্ছ পদ্ধতিতে ভাগ করে বেশ কিছু উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়েছে। প্রক্টরের প্রতিনিধি আসলে মুচলেকা নিয়ে ওই শিক্ষার্থী।
২১ জানুয়ারি দেড়টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটর ভারতের উপহার বিশ লাখ ডোজ ভ্যাকসিন আসবে, ২৫ জানুয়ারি আসবে ৫০ লাখ ক্রয়কৃত ভ্যাকসিন, প্রথম মাসে ৬০ লাখ ভ্যাকসিন দেয়া হবে।
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ কোটি ৬৬ লাখে এবং মৃতের সংখ্যা ২০ লাখ ৬৫ হাজারে।
করোনা থেকে রক্ষা পেতে হলে ঠান্ডার থেকে দূরে থাকতে হয়, সেই কারণেই আইসক্রীম কিনছেন না খুব একটা। যার ফলে, বিক্রীর হার কমে গেছে প্রায় ৭০ শতাংশ।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার থেকে আসা নজরুল ইসলাম নামের যাত্রীর কাছ থেকে ৩০টি সোনার বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নিতে পারে কি না এমন প্রশ্নে তিনি জানান, এটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) একটি পরামর্শক কোম্পানির সঙ্গে চুক্তির মধ্য দিয়ে মহাকাশে বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পাগল বলার পর নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জাকে টোকাই মেয়র বলে আখ্যায়িত করলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় চাঁদপুরের হাইমচরে ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিদিনের শীর্ষ খবর গুলো দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেই
আই নিউজ বিডি সম্পাদক: ফয়জুল্লাহ সাঈদ নির্বাহী সম্পাদক: সালমান এম. রহমান প্রকাশক: এইচ এম আব্দুল লতিফ ৮/১১, ব্লক- এ, লালমাটিয়া মোহাম্মদপুর, ঢাকা ফোন: +8801819130966 (নিউজ রুম) ই-মেইল: (নিউজ) eyenewsbd@gmail.com Developed by: Digital Web Keys