• 0
  • 0
Rakib Monasib
Posted at 05/01/2021 10:25:pm

সিগারেটে শরীর নষ্ট হয়, চরিত্র না: শ্রীলেখা

সিগারেটে শরীর নষ্ট হয়, চরিত্র না: শ্রীলেখা

মানুষ অভ্যাসের দাস। সেটা বদ অভ্যাস বা ভালো যেটাই হোক। বছরজুড়ে আলোচনা-সমালোচনায় থাকা টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবার গণমাধ্যমে স্পষ্টভাবে জানালেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু তিনি নিজেও ধূমপান করেন। অর্থাৎ এই বদ অভ্যাসের দাস তিনি।

কেউ কেউ বলেন স্বাস্থ্যের পাশাপাশি ধূমপান চরিত্রেরও ক্ষতি করে। এমন কথার জবাবে এ অভিনেত্রী বলেন- সিগারেট খাওয়া খারাপ অভ্যাস। কোনো দিন প্রচার করব না। কিন্তু বদ অভ্যাসের দাস তো আমরা মানুষরাই। আর এখানে গিয়েই সমস্যা। তামাকজাত পণ্যে শরীর নষ্ট হয়, চরিত্র না। এটাই সম্ভবত মানুষ গুলিয়ে ফেলেন। আর এতে বেশি টার্গেট করা হয় নারীদের।

যারা টার্গেট করেন তারা কী নারী না পুরুষ? এমন প্রশ্নের জবাবে শ্রীলেখা বলেন- কেবল পুরুষরা নন, একজন নারীর চরিত্র হননে কোনো লিঙ্গই কম যায় না। সোশ্যাল মিডিয়ায় একজন নারী রয়েছেন যিনি আমাকে সব প্ল্যাটফর্মেই অনুসরণ করেন। আমার সমস্ত ছবি দেখেন এবং কুৎসিত মন্তব্যও করেন। ব্লক করলে অন্য মাধ্যমে আমাকে ফলো করেন।

শ্রীলেখা ধূমপানের বিষয়টি উল্লেখ করে বলেন- এটা সবাই জানেন যে, আমি এই বদ অভ্যাসের (সিগারেট) দাস। আমি সিগারেট খাই। কিন্তু কোনো দিন সিগারেট খাওয়ার ছবি পোস্ট করব না। কারণ এই প্রচারটা করতে চাই না। কিন্তু ধরে নেওয়া যাক, কোনো দিন অন্য কোনো সূত্রে যদি আমার সিগারেট খাওয়ার ছবি সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়ে যায়, তবে আর রক্ষা নেই। আমার চরিত্র ধুলোয় মিশিয়ে দিতে বাকি রাখবেন না কেউ। এটা তো হওয়ার কথা নয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ