- 0
- 0
পাখির প্রেম,আমার প্রেম
পাখির প্রেম, আমার প্রেম
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
এতদিন তো কেবলি ভেবেছি, কেবলি ভেবেছি তোমায়,
আমার প্রেম তোমাকে করতে পারেনি একাই,
কঠিন পাথরে-পাথরে ছুঁয়েছে-ছুঁয়েছে হৃদয়,
অথচ নির্মম প্রেমের রজনী কেটেছে,কেটেছে সময়।
আমি আমার প্রাপ্য পাইনি তোমার প্রেমে,
প্রেমে প্রেমে খেলা আর কতকাল জমে।
কিছুটা সকাল,কিছুটা বিকেল চেয়েছিলুম,
হউক মিথ্যেবাদী সময় কিংবা পেয়েছিলুম।
অভিমানী প্রেম, কিছুটা সময় না পাক
বরং আমাকে পাক,
কিছুটা ঠাঁই, কিছুটা সময় তবে ঘুরপাক।
তোমার বিশ্বাসী চাহনি আর কতকাল দিবে?
আরো কিছুদিন, আরো কিছুক্ষণ তুমি দাঁড়াবে।
আর কত পড়ন্ত বিকেল তিলে তিলে রক্তে রাঙাবে,
প্রেমের কাছে নত জীবন সেটাও কি ভাবাবে?
এত কথা,এত ভাবনা সবি জমে আছে এই বুকে,
এই রাত জানে, পাখিরা ও জানে এই তোমাকে।
কতটা ব্যথায় কথা আসে,কথা আসে তোমারি বিরোধে,
কতটা দ্বিধায় সকাল ভাঙে তোমারি ক্রোধে।
আমি জানি,তুমি তো জানো,
কতটা কষ্ট,কতটা যন্ত্রণা বুকে নিয়ে নিশ্চুপ হয়ে থাকি।
আকাশের দিকে চেয়ে বলি, প্রেম কতদূর,
প্রেম কতদূর,
এইতো জোনাকি রাত,এইতো সোনালি প্রভাত,
অথচ কত অভিমানে, অভিমানে পুড়ে গেছি তুমি-আমি,
পাখিদের ডাকে, ভাষাহীন নির্বাক চোখে করেছো কত দুষ্টুমি।
আমি জানি,তুমি তো জানো,
কতটা যন্ত্রণা বুকে নিয়ে নিশ্চুপ হয়ে থাকি।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0
- 0
- 0