- 0
- 0
আশাশুনিতে আস-সাদিক যুব সংঘের শীতবস্ত্র বিতরণ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা আস-সাদিক যুব সংঘ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে তুয়ারডাঙ্গা দাখিল মাদরাসা ও জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাফেজ আঃ সালামের পবিত্র কুরবআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পলাশ সরদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব সংঘের উপদেষ্টা অবঃ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রশিদ।
দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ এ রসুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, আসন্ন ইউপি নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল হোসেন, যুব সংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন সরদার, যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহ, সাবেক ঈমাম মাওঃ শফিকুল ইসলাম, আলহাজ্ব শফিকুর রহমান প্রমুখ।
প্রতি বছরের ন্যায় অনুষ্ঠানে শতাধিক অসহায় শীতার্ত নারী-পুরুষ, এলাকার ৫টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিন, মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।