Thursday -
  • 0
  • 0
Nurul hasan Anowar
Posted at 05/01/2021 11:35:pm

মায়ের মুখে তেলাওয়াত শুনে শুনেই কুরআন মুখস্থ মারিয়ামের

মায়ের মুখে তেলাওয়াত শুনে শুনেই কুরআন মুখস্থ মারিয়ামের

কোন হিফজ খানায় না গিয়ে মাত্র আড়াই বছরে মায়ের মুখে শুনে শুনে পবিত্র কুরআন মুখস্ত করে ফেলেছে। আমেরিকার নিউজার্সিতে অবস্থান করেও মুসলিম ও ইসলামিক কালচার থেকে সটকে পড়েনি এই ছোট হাফেজা।

বাংলাদেশের বগুড়ায় তার গ্রামের বাড়ি। বাংলাদেশী বংশোদ্ভূত। ইউটিউবে রয়েছে তার নিজস্ব চ্যানেল। ১ মিলিয়ন এর উপরে সাবস্ক্রাইবার। রয়েছে নিজের নামে ভেরিফায়েড ফেসবুক পেইজ। সারা পৃথিবী জুড়ে পিতৃমাতৃ হীন শিশুদের নিয়ে কাজ করা আমেরিকান সংস্থা ইসলামিক রিলিফ ইউ এস এ এর দূত। ইতোমধ্যেই সে সিরিয়ান ও ইয়েমেনের শিশুদের জন্য ২৫০০০ ডলার সংগ্রহ করেছে। যা কিনা বাংলাদেশী টাকায় ২৮০০০০০/-(আটাশ লক্ষ) টাকা।

বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। বলা হচ্ছিল মারিয়াম মাসুদ এর কথা। যে ইতোমধ্যেই পুরো পৃথিবীর শিশুদের আইকনে পরিণত হয়েছে। তার বাবা মাসুদুর রহমান যিনি আমেরিকায় একটি সফটওয়্যার কম্পানিতে কাজ করছেন। একটা শিশুকে তার বাবা মাই পারে আদর্শিকভাবে গড়ে তুলতে। চাই একটু পরিশ্রম, সুস্থ কৌশল ও সদিচ্ছা।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ