- 0
- 0
সিংগাইরে গ্রামীণ ফোনের এসআরকে গুলি করে টাকা ছিনতাই

মানিকগঞ্জের সিংগাইরে জামশা ইউনিয়নের সারারিয়া গ্রামের ব্রীজে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১ জন।
জানা যায়, মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে গ্রামীণ ফোনের এস আর লিটন কাজের উদ্দেশ্যে সারারিয়া বাজারের দিকে যাচ্ছিল। লিটন সারারিয়া ব্রীজের উপর ফাঁকা স্থানে আসলে পিছন থেকে ২টি মোটর সাইকেল যোগে ছিনতাইকারীরা লিটনের গতিরোধ করে।
প্রথমে তারা আতংক সৃষ্টির জন্য এলোপাথাড়ি ফাঁকা গুলি করতে থাকে। এক পর্যায়ে এস আর লিটনের হাঁটুতে ৩ টি গুলি করে প্রায় ২ লক্ষ টাকা লুটে নিয়ে ছিনতাইকারীরা স্থান ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছিল।