- 0
- 0
পালিয়েছে মেছো বাঘ আতংকে এলাকাবাসী

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গঙ্গাপুরে একটি মেছো বাঘকে ফাঁদ পেতে বন্দী করা হয়। সেই মেছো বাঘটি গাড়িতে তুলার সময় সোমবার (৪ জানুয়ারি) খাঁচা থেকে বাঘটি বের হয়ে যায়। রবিবার (৩ জানুয়ারি) রাতে বাঘটিকে ফাঁদ পেতে বন্দী করেন স্থানীয়রা।
ফেঞ্চুগঞ্জের ব্যবসায়ী তানিম আহমেদ জানান, দীর্ঘদিন থেকে আশপাশের মেছো বাঘগুলো তার ফিশারির বড় বড় মাছ খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছে। মেছো বাঘের উৎপাত থেকে রক্ষা পেতে বাঘ ধরতে তারা ফাঁদ পাতেন। সেই ফাঁদে রবিবার রাতে একটি বড় মেছোবাঘ আটকা পড়ে। বাঘটি বন বিভাগে হস্তান্তরের জন্য ফেঞ্চুগঞ্জ ইউএনও এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেট থেকে বন কর্মকর্তা জয়নুল ইসলামকে ফেঞ্চুগঞ্জে পাঠান। এসময় খাঁচায় বন্দী বাঘটিকে গাড়িতে তুলার সময় বাঘটি পালিয়ে যায়। পরে আর বাঘটিকে পাওয়া যায়নি।
বন কর্মকর্তা ও ফিশারির মালিক জানান, মেছোবাঘটি গাড়িতে তোলার সময় খুব হিংস্র রূপ নেয়। ভয় পেয়ে খাঁচায় ধরা লোকরা সরে গেলে বাঘটি ফাঁদ থেকে বেরিয়ে যায়। তাই বাঘটি হস্তান্তর করা যায়নি।