- 0
- 0
হল না খুলেই ঢাবিতে পরীক্ষা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

মহামারী করোনাভাইরাস এর কারণে নয় মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস পরিচালনা করলেও ইন্টারনেট সুবিধা না থাকাসহ নানা কারণে এই অনলাইন ক্লাসে যোগ দিতে পারেনি অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শুরু হতে যাচ্ছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অথচ খুলছেনা আবাসিক হল।
এতে করে আবাসন সংকটে পড়ে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে আসছে কিন্তু তাদের থাকার জায়গা নেই। ছাত্রসংগঠনগুলো হল না খুলে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানিয়েছে বহুবার কিন্তু তাতে সায় নেই কর্তৃপক্ষের।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে হল খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি৷ করোনার কারণে অনেক শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ সেই সাথে বন্ধ টিউশনিও।
এই অবস্থায় হল না খুলে পরীক্ষা নেওয়া কোনভাবেই শিক্ষার্থী বান্ধব নয়। হল না খুলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত কে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।