Thursday -
  • 0
  • 0
Md. Motahar hossain.
Posted at 05/01/2021 10:44:am

রংপুরে শ্রেষ্ট সমাজসেবা কর্মকর্তা ফিরোজ কবির পুরুষ্কৃত

রংপুরে শ্রেষ্ট সমাজসেবা কর্মকর্তা ফিরোজ কবির পুরুষ্কৃত

রংপুরে শ্রেষ্ট সমাজসেবা কর্মকর্তা হিসেবে মিঠাপুকুর কর্মকর্তা ফিরোজ কবির পুরুষ্কৃত হয়েছেন।

জাতীয় সমাজসেবা দিবস-২০২১ রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস এর উদ্বোধন করেন, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান।

নিজ অধিক্ষেত্রে কর্ম সম্পাদনে নিষ্ঠা,দক্ষতা ও সততার স্বীকৃতি স্বরুপ মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ কবিরকে রংপুর জেলার শ্রেষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পুরুষ্কৃত করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই এর পুলিশ সুপার এবি এম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী। জেলা প্রশাসক আসিব আহসান সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করায় সমাজসেবা অধিদপ্তরের সকলকে ধন্যবাদ জানান।

একইসাথে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এ সময় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শ্রেণির কর্মচারীদের মাঝে কর্মদক্ষতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ