- 0
- 0
আমদানি শুল্ক কমায় কমেছে চালের দাম

চালের আমদানি শুল্ক কমানোর সাথে সাথে চালের দাম কমিয়েছে মিল মালিকরা। যার প্রভাব পড়েছে চট্টগ্রামের পাইকারি বাজারে। এর মধ্যেই কয় প্রকার চালের দাম বস্তাপ্রতি কমেছে ১০০ থেকে ১৫০ টাকা। ব্যবসায়ীরা বলছে," ভরা মৌসুমে চালের দাম বাড়িয়েছিলো একটি সিন্ডিকেট কিন্তু আমদানি হলে চালের দাম আরো কমবে।
চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অস্থির চালের বাজার। আমনেরে এই ভরা মৌসুমেও পাহাড়তলী বাজারে প্রায় প্রতিদিনই বেড়েছে এই ভোগ্যপণ্য টির দাম। চালের এই অব্যাহত দাম বৃদ্ধি ঠেকাতে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
সম্প্রতি ৬২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনা হয় চালের আমদানি শুল্ক। আর এই কারনেই এক সপ্তাহের মধ্যেই নিম্নমুখী চালের বাজার। বিশেষ করে পায়জাম, মটাসিদ্ধ ও সরনার দাম কমেছে বস্তা প্রতি ১৫০ থেকে ২০০ টাকা।
ব্যবসায়ীদের অভিযোগ চালের বর্তমান বাজার নিয়ন্ত্রণ করছে উত্তর অঞ্চলের গোটা কয়েক মিল মালিক। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও এই মিল মালিকরা ব্যবসায়ীদের জিমনি করে বাড়িয়ে দিচ্ছে চালের দাম। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারন ভোক্তারা ৷ তাই চাল আরো আমদানি করলে বাজারে চালের দাম আরো কমে যাবে বলে মনে করেন সাধারন ভোক্তারা। ৷