- 0
- 0
ভোমরা বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি

দীর্ঘ সাড়ে তিন মাস পর গত ২৮ ডিসেম্বর ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় শনিবার থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
বন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা জানান, গত বছর ১৪ সেপ্টেম্বর কোন ঘোষণা না দিয়েই ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।
এর ফলে ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলে বন্দরের আমদানিকারকেরা মিয়ানমার, পাকিস্তান, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। এতে করে পেঁয়াজের দাম কমে আসে।
ভারতীয় পেঁয়াজ আমদানী হওয়ায় দুই একদিনের মধ্যে দেশের পেঁয়াজের বাজার কমবে বলে জানান ব্যবসায়ীরা।