- 0
- 0
প্রশাসনের নিকট শীতার্তদের জন্য বরগুনায় আশার কম্বল হস্তান্তর

জেলা প্রশাসনের নিকট শীতার্ত মানুষের জন্য বরগুনায় কর্মরত বে-সরকারি সংস্থা আশা এনজিও তিন শতাধিক কম্বল হস্তান্তর করেছে।
সোমবার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এর হাতে শীতার্তদের জন্য এ কম্বল তুলে দেন আশা,র জেলা ব্যবস্থাপক মো. মোশারেফ হোসেন ও আশা,র বরগুনা সদর অঞ্চলের আরএম মো.হুমায়ুন কবির।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশার জেলা শাখা ব্যবস্থাপক (১) মো আলমগীর হোসেন, শাখা ব্যবস্থাপক (২) মো. আলমগীর হোসেন, সহকারি শাখা ব্যবস্থাপক মো. বশির আহম্মেদ ও বিকাশ মজুমদার প্রমূখ। এ সময় বে-সরকারি সংস্থা আশা এনজিও বরগুনা জেলা প্রশাসনের কাছে ৩শ ৩৫পিচ কম্বল হস্তান্তর করেন। শীতার্ত মানুষের জন্য।