- 0
চিলমারীতে শীতবস্ত্র বিতরণ
“ভালবাসার উষ্ণতা নিয়ে শীতার্ত মানুষের পাশে” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনে (বিআরএসএ)’র উদ্যোগে কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ মাঠে ২শ শীতার্তের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, ইউপি সদস্য মোঃ মশিউর রহমান প্রমুখ।