- 0
- 0
ভারতে টিকা রফতানিতে নিষেধাজ্ঞা সঠিক নয়: বিবিসি

ভারত থেকে টিকা রফতানির উপর কোন নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন অক্সফোর্ড _এষ্ট্রজেনেকার।করোনা ভাইরাসের টিকা উৎপাদন ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনিষ্টিটিউট।বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি জানিয়েছেন সেরাম কর্তৃপক্ষ।
ভারতের দিল্লিতে বিবিসি প্রতিনিধিকে সেরাম ইনিষ্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াস্ক সেন জানিয়েছেন, করোনার টিকা রফতানিতে নিষেধাজ্ঞার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সঠিক নয়। কারণ তাদের টিকা রফতানির উপর কোন নিষেধাজ্ঞা নেই।
সেরাম ইনিষ্টিটিউট এখন অন্য দেশে টিকা রফতানির অনুমতির প্রক্রিয়ায় রয়েছে। সেই অনুমতি পেতে কয়েক মাস লেগে যেতে পারে প্রতিষ্ঠানটির।
রফতানি অনুমতি না থাকায় এই মূহুর্তে প্রতিষ্ঠানটি টিকা রফতানি করতে পারবে না। তবে রফতানি শুরুর আগেই ভারত সরকারকে ১০ কোটি টিকা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে সেরাম ইনিষ্টিটিউট।
এদিকে সেরাম ইনিষ্টিটিউটের কাছ থেকে আগামী মাসের শুরুতে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ।
প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো ৩কোটি টিকার জন্য রবিবার সেরামের একাউন্টে অগ্রিম ৬০০ কোটি টাকা জমা দেওয়ার কথাও জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট দফতর।
সম্পর্কিত সংবাদ
- 1
- 0