- 0
- 0
গোপনে সময় কাটাচ্ছেন ক্যাটরিনাও ভিকি!

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এ গুঞ্জন বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় উড়ছে। যদিও তারা এ কথা কখনো স্বীকার করেননি। কিন্তু নতুন বছরের শুরুতে এ জুটির প্রেমের পালে আবারো হাওয়া লেগেছে।
বর্ষবরণ উপলক্ষে ক্যাটরিনা-ভিকি বর্ষবরণ উপলক্ষে ক্যাটরিনা-ভিকি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন বলে ধারণা করছেন নেটিজেনরা। ভাই সানি কৌশলের সঙ্গে ছুটি কাটানোর এই ছবি পোস্ট করে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান ভিকি।
অন্যদিকে ক্যাটরিনা কাইফও বোন ইসাবেলা কাইফের সঙ্গে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আর জল্পনা শুরু হয়েছে ভিকি-ক্যাটরিনার এই পোস্টকে কেন্দ্র করেই। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আলিবাগের একটি হোটেলে ছুটি কাটিয়েছেন তারা।
গত ১ জানুয়ারি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তার বেশকিছু ছবি পোস্ট করেন ক্যাটরিনার বোন ইসাবেলা।
তাতে দেখা যায়, সুইমিং পুলের সামনে সাজানো রয়েছে একাধিক রংবেরঙের কুশন। অন্যদিকে ভিকির পোস্ট করা ছবিতেও তাকে তার ভাইয়ের সঙ্গে একই সুইমিং পুলের সামনে দেখা যায়। আর তাতেই ধারণা করা হচ্ছে, একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা-ভিকি।