Tuesday -
  • 0
  • 0
Rakib Monasib
Posted at 04/01/2021 01:06:pm

‘ধুম ৪’-এ চোরের ভূমিকায় দীপিকা পাড়ুকোন

‘ধুম ৪’-এ চোরের ভূমিকায় দীপিকা পাড়ুকোন

চোর-পুলিশ খেলায় সব সময়ে চোর পুরুষই কেন হবে! নারীও তো হতে পারে। বাস্তবে না হলেও এবার সিনেমার পর্দায় তেমনটিই দেখা যেতে পারে। জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খানের পর এবার ধুম ফোরে চোরের ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বলে কানাঘুষো হচ্ছে।

সম্প্রতি নতুন বছরের ছুটি কাটাতে স্বামী রণবীর সিংহের সঙ্গে রাজস্থানের রণথম্ভোর জঙ্গল থেকে ঘুরে এলেন দীপিকা।

এবার কাজ শুরুর পালা। ভারতীয় গণমাধ্যম বলছে, এই মুহূর্তে ছবির নির্মাতাদের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে ব্যাপারটা। কেবল এইটুকু জানা গেছে, ২০২১ সালের শেষের দিকে ফ্লোরে যাবে ‘ধুম ৪’-এর টিম।   

এর আগে অবশ্য ‘ধুম ৪’ নিয়ে অনেক রকম রটনা রটেছিল। শোনা যাচ্ছিল, এবারে চোর বা খলনায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান, রণবীর কাপুর বা রণবীর সিংহকে। এই তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম ঢুকে পড়ায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ