Tuesday -
  • 0
  • 0
Verified আই নিউজ বিডি ডেস্ক
Posted at 04/01/2021 11:32:am

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকযুদ্ধে যাজক নিহত, আহত ২

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকযুদ্ধে যাজক নিহত, আহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় হামলাকারীর বন্দুকের গুলিতে এক যাজক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

দেশটির একটি গণমাধ্যম থেকে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় মাইত্রেজ দেউন্টি উওলান (২১) নামের ওই হামলাকারী পুলিশ হেফাজত থেকে পালিয়ে টেক্সাসের স্টারভিল চার্চে লুকিয়ে ছিলেন।

পরদিন রবিবার সকালে তাকে লুকিয়ে থাকতে দেখেন সেখানকার এক যাজক। এ সময় ওই হামলাকারী সেখান থেকে চলে যান। তবে এর কিছুক্ষণ পরে সে আবারও গির্জায় ফিরে আসেন।

পরে যাজকের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এ ঘটনায় ওই যাজক নিহত হন এবং আরও দু’জন গুরুতর আহত হন।

এরপর হামলাকারী যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে দেশটির পুলিশ ওই হামলাকারীকে হ্যারিসন কাউন্টি থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ