- 0
- 0
সৌদির নতুন আইন, অযথা ঘোরাঘুরি করলেই ১০০০ রিয়াল জরিমানা

সৌদি আরবে জনসাধারণের চলাচলের জায়গায়, কোনো রকমের খাদ্য কিংবা পানীয় গ্রহণ করলে, ১ হাজার রিয়াল জরিমানা করা হবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে, অযথা রাস্তায় হাঁটাহাঁটি কিংবা পানি পান না করতে, প্রবাসীদের আহ্বান জানিয়েছেন, দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাস্তাঘাটে একসঙ্গে দুজনের বেশি চলাফেরা করা যাবে না।
এছাড়া, দেশটির স্বাস্থ্যবিধি না মানলে,
প্রবাসী কিংবা স্থানীয় নাগরিক জরিমানার আওতায় পড়বেন। সৌদি আরবে আগের দিনের
চেয়ে আক্রান্তের হার কমেছে।
এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন, ৬ হাজার ২৩৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৬২ হাজার ৯৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ২৬৩ জন।