Tuesday -
  • 0
  • 0
রায়হান আহম্মেদ
Posted at 04/01/2021 10:58:am

চট্টগ্রামে জেলেপাড়ায় ভয়াবহ আগুন, পুড়ল ২৭ দোকান

চট্টগ্রামে জেলেপাড়ায় ভয়াবহ আগুন, পুড়ল ২৭ দোকান

চট্টগ্রাম ইপিজেড থানার বেড়িবাঁধ সংলগ্ন জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে জ্বলা আগুনে পুড়ে গেছে ২৭টি দোকানঘর।

রবিবার (৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- ১১ টি মাছের আড়ত, ১৩ টি জালের দোকান, দুটি হোটেল ও একটি মুদি দোকান। এসব প্রতিষ্ঠান আলাদা ২৭ জন মালিকের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আজিজুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ৩ স্টেশন থেকে ৭ টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্তের পর জানা যাবে। 

তবে জেলেপাড়ার বাসিন্দারা দাবি করেন, চুলা থেকে জেলা পাড়ায় আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।   


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ