- 0
- 0
আশাশুনিতে ওয়াপদার স্লাব কেটে পাকা ঘর নির্মাণ চলছে
আশাশুনি উপজেলার বুধহাটায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের স্লাব কেটে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে নির্মাণ কাজ করা হলেও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় বহাল তবিয়তে চালান হচ্ছে নির্মাণ কাজ। এছাড়া ইটভাটায় কাঠ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বুধহাটা-কুল্যা ইউনিয়নের সীমান্তবতী পাউবোর ২ নং পোল্ডারের বেড়ী বাঁধের স্লোব কেটে এক সপ্তাহ আগে মেসার্স ইরামনি ব্রিক্স কর্তৃপক্ষ ৩ কক্ষ বিশিষ্ট বৃহৎ আকারের পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন। ঘরের গাঁথুনির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে ওয়াপদার স্লোব কেটে এবং খাস জমিতে পাকা ইমারত নির্মাণ করার ঘটনা এলাকার মানুষকে অবৈধ দখল কাজকে উৎসাহিত করছে। সপ্তাহ ধরে নির্মাণ কাজ চললেও সরকারি কর্তৃপক্ষ ও পাউবোর পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় কাজ দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ভাটার ম্যানেজারের সাথে সাংবাদিকদের পক্ষ থেকে কথা বললে তিনি জানান, অনেক স্থানে এভাবে পাকা কাজ করা হচ্ছে, আমরাও সেরকম কাজ করছি। এ ব্যাপারে পাউবোর এসও সাথে মোবাইলে দুপুর ১২ টার দিকে কথা বললে তিনি লোক পাঠাচ্ছি বলেন। কিন্তু কাজের স্থানে কোন লোক আসেনি। একদল সাংবাদিক বিকাল ৪ টার দিকে ইটভাটায় গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখে পাউবোর এসও’র সাথে পুনরায় মোবাইলে কথা বললে তিনি বলেন, লোক পাঠিয়েছিলাম কিন্তু খুজে পায়নি। আবার পাঠানো হচ্ছে বলে তিনি জানান।
এসময় ভাটায় ট্রলিতে করে কাঠ আনতে দেখা যায়। ভাটায় এভাবে কয়লার পাশাপাশি কাঠের ব্যবহার হয়ে থাকে বলে অনেকে দাবী করেন। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0