- 0
- 0
নারায়নগঞ্জে ব্যাটারি কারখানায় আগুন

নারায়ণগঞ্জে একটি ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার সকাল ১১টা নাগাদ তিনতলা ভবনের কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
শ্রমিকেরা জানায়, এখানে ফ্রিজ ও টিভি তৈরি করা হতো। কারখানায় অনেক টিভি ও ফ্রিজ মজুত ছিল। আর প্রস্তুত কাজ চলমান ছিল।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরেফিন সিদ্দিক আইনিউজবিডিকে জানান, কংকা ব্যাটারি কারখানায় আগুনের খবর পেয়ে নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। নারায়ণগঞ্জ ছাড়াও ডেমরা, সোনারগাঁও, বন্দর, মেঘনা, গজারিয়া ও ঢাকা থেকে বাহিনীর ইউনিটগুলো সেখানে যায়।
ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, কারখানার উত্তর দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা। তারা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো তথ্যও পাওয়া যায়নি।