Tuesday -
  • 0
  • 0
sachchida nanda dey
Posted at 02/01/2021 08:26:pm

আশাশুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

আশাশুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ীতে দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় পূর্ব পরিকল্পিতভাবে কে বা কারা এ বিষ প্রয়োগ করে।

জানাগেছে, আগরদাড়ী গ্রামের আব্দুল আলেক সরদারের ছেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মেজবাউল আলম এলাকার অসহায় মানুষদের স্বাবলম্বী করার অংশ হিসাবে একই গ্রামের মৃত নিজামউদ্দীন সরদারের ছেলে আব্দুর রহিম ও মৃত তছিমউদ্দীন গাজীর ছেলে আবু বক্করকে আগরদাড়ী বিলে মৎস্য চাষ করার জমি ও অর্থ দিয়ে দুটি ঘের করার জন্য সহায়তা করেন। শুক্রবার দিবাগত রাতে আবু বক্কর এর বাড়ির পিছনে ২.৫ বিঘা ও তার পূর্বপাশে ১৯ বিঘা ঘেরের সাদা মাছ চাষ করা অংশ আনুমানিক ১ বিঘা জমিতে কে বা কারা বিষ প্রয়োগ করে।

শনিবার ভোরে আবু বক্কর তার বাড়ির পিছনের মৎস্য ঘেরে মাছ ভাসতে দেখে বিষয়টি আচ করতে পারে। এরপর পার্শ্ববর্তী মৎস্য ঘেরে গিয়েও একই অবস্থা দেখতে পান তিনি।

তাদের দুটি ঘেরে থাকা রুই, কাতলা, ভেটকি, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ও নষ্ট হয়ে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার ২০/২৫ দিন আগেও তাদের মৎস্য ঘেরে বিষ দেওয়ার ঘটনা ঘটেছিল। এরিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে আশাশুনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ