এ এস মিউজিক স্টেশন থেকে আসছে 'এত দুঃখ কোথায় রাখি'
এ এস মিউজিক স্টেশন থেকে আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী দারা খানের নতুন গান 'এত দুঃখ কোথায় রাখি'। এটির কথা ও সুর করেছেন সালেহ উদ্দিন এবং মিউজিক করেছেন এ এইচ জীবন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ এস কে আর প্রডাকশন হাউজ।
জানা যায়, এ এস মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ৫ তারিখ ৫টায় মুক্তি দেওয়ায় হবে।
এ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছে আসিফুর রহমান রিফাত, অবনতি রানী ও সাকিব সিকদার।
এটির রূপসজ্জায় ছিলেন আরিফ, চিত্র গ্রহণ করছেন হৃদয় আহম্মেদ এবং পরিচলানা করছেন পরিচালনা করেছেন বর্তমান সময়ের ব্যস্ত পরিচালক এস এম আল আমিন কবির।
দারা খান বলেন, সুন্দর কথা ও সুরের সাথে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। আশাকরি; সবার ভালো লাগবে।
পরিচালক এস এম আল আমিন কবির একটিভ নিউজকে বলেন, দারুণ এ গানের সাথে রাজেন্দ্র ইকু রিসোর্ট, নবানীপুর, শ্রীপুর, গাজীপুরের মনোরম পরিবেশে একটি মিউজিক ভিডিও নির্মাণ করছি। সবার ভালো লাগবে। এ পর্যন্ত এ এস মিউজিক স্টেশনের সাথেই থাকুন।