SB Meraz
প্রকাশ ০২/০১/২০২১ ০১:৩৬পি এম

করোনায় সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু

করোনায় সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু Ad Banner

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সাহা।

গতকাল শুক্রবার (১ জানুয়ারি) দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

জানা যায়, করোনা শনাক্ত হওয়ার পর দীর্ঘদিন তিনি হাসপাতালে ছিলেন। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার দুই মেয়ে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন তারা। 

রমেশ চন্দ্র সাহার গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। অনেকদিন ধরেই জর্জিয়ায় বসবাস করছিলেন তিনি। জীবিত থাকাকালীন জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সহ-সভাপতি, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। 

তাঁর মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া যুব ও আওয়ামী লীগ, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতি, প্রোগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে তার বিদেহী আত্মার সৎগতি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ