রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৪/০৯/২০২৪ ১১:৩৪এ এম

জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম, যাকে ‘সুইডেন আসলাম’ নামেও জানা যায়। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার লুৎফর রহমান।

তিনি মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় কারাগার থেকে বের হন। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে এবং তার বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আসলামের জামিনের কাগজপত্র মঙ্গলবার কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে রাত ৯টায় তাকে মুক্তি দেয়া হয়। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

শেখ আসলামকে সর্বশেষ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন এবং এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। যদিও মামলার বিচার এখনও চলমান, আসলাম জামিন পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আসলাম খালাস পেয়েছেন এবং অস্ত্র আইনের দুটি মামলায় যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড পেয়েছেন। পরবর্তীতে এসব মামলায় উচ্চ আদালত থেকে তিনি অব্যাহতি পান।

বিচারাধীন মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনকে পুলিশ আদালতে হাজির করতে পেরেছে। শেখ আসলাম, যিনি ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে কিশোর শাকিলকে গুলি করার অভিযোগে জড়িত ছিলেন, বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করার পর ‘সুইডেন’ শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ