বিজয় এখনো দূরে, তৃণমূলের আস্থা অর্জনে জোর দিন: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিজয় এখনও অনেক দূরে। আমরা গত ১৭ বছর বিরোধী দলে ছিলাম এবং আজও আছি। আত্মতুষ্টির সময় নয়। তৃণমূল নেতাকর্মীরা সংকটকালে দলের পাশে ছিলেন; ভবিষ্যতেও তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।’
তিনি মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন।
তারেক রহমান সতর্ক করে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও বেগম খালেদা জিয়ার ত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে। কিছু বিপথগামীর হঠকারিতা তা বিনষ্ট করতে পারবে না। চট্টগ্রাম ও ময়মনসিংহে আমরা সেটা প্রমাণ করেছি।’
তিনি সংখ্যালঘু-সংখ্যাগুরু বিষয় নিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা সম্পর্কে বলেন, ‘এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে রক্ষা করেছেন।’
রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘দুই বছর আগে ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছিল। সংস্কারের প্রস্তাবনায় সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে।’
সম্প্রতি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম দক্ষিণের কমিটি বাতিল ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদকে বহিষ্কার করা হয়েছে।
মতবিনিময় অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান বক্তব্য দেন।