- 0
- 0
জামালপুরে এক নার্সসহ করোনাভাইরাসে আক্রান্ত চার

জামালপুর জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন
জামালপুরে এক নার্সসহ আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য দিয়ে নিশ্চিত করেন।
তিনি বলেন, “জামালপুর জেলা থেকে ২৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো রির্পোটে তিন জনের আক্রান্ত হবার খবর নিশ্চিত করা হয়। এরমধ্যে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সও (৫৬) রয়েছে। তাদের দুইজনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হবে।”
সিভিল সার্জন জানান, এর আগে মেলান্দহের বীর ঘোষেরপাড়ায় এক যুবক ও মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদেরকেও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
এদিকে, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জমশেদ খন্দকার বলেন, “সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি যে কোয়াটারে থাকতেন সেটি লকডাউন করা হয়েছে। তিনি কিভাবে আক্রান্ত হলেন, বিষয়টি খতিয়ে দেখবে স্বাস্থ্য বিভাগ।”