- 0
- 0
হিলিতে সেচ্ছায় দুইটি ওয়ার্ন্ড লকডাউন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে দিনাজপুরের হিলিতে পালপাড়া ও মাঠপাড়া দুটি গ্রাম স্বেচ্ছায় অঘোষিত লকডাউন করেছেন স্থানীয় যুবসমাজ।
আজ সকাল দুই ওয়ার্ন্ডের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে তারা। একান্ত প্রয়োজনে কেউ গ্রামে প্রবেশ করলে ও গ্রাম থেকে বাইর হয়ে ফিরে আসলে তাদের হাত ধুয়ে ও জীবানুনাশক প্রয়োগের পর মিলছে অনুমতি।
করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় এই উপজেলায় যানবাহন ও লোকজনের চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করে কিছু লোক অপ্রয়োজনে এই গ্রামে অবাধে বহিরাগতরা চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমানে ঝুঁকির কথা চিন্তা করে যুবসমাজ বৈঠক করে এই গ্রামকে অঘোষিত লকডাউন ঘোষণা করেন।
আনন্দ হোসেন নামে এক ফেসবুক সট্যাটাস দিয়ে দাবি জানিয়েছেন হাকিমপুর উপজেলা সেমি লকডাউন চাই।হাকিমপুরের স্থায়ী বাসিন্দা কিন্তু পেশাগত বা অন্য কোন কারনে দেশের বিভিন্ন প্রান্তেরে অবস্থান করছেন তিনারা যদি এই সময় অত্র উপজেলায় নিজের বাসায় ফিরে আসেন তাহলে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছি।
এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য আমরা হাকিমপুরবাসী উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ হারুনউর রশিদ হারুন, মাননীয় ইউ.এন.ও মহোদয় জনাব মোঃ আব্দুর রাফিউল আলম ও হাকিমপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ জামিল হোসেন চলন্ত মহোদয়ের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করি।
